Uncategorized

বরফে ডুবে ৩ ঘণ্টা

  প্রতিনিধি ২৯ মে ২০২২ , ১০:০৮:১৩ প্রিন্ট সংস্করণ

সড়কের মাঝে বড় আকারের স্বচ্ছ কাচের বাক্স। এই বাক্সে রয়েছে সাদা বরফ। সেটার চারপাশে উৎসুক মানুষের ভিড় জমেছে। ভিড় ঠেলে সামনে এলেন এক ব্যক্তি। ডুব দিলেন বরফের বাক্সে। এরপর আর ওঠার নাম নেই। টানা ৩ ঘণ্টার বেশি সময় ডুবে থাকলেন বরফে। এভাবেই নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

গিনেস বুকের ওয়েবসাইটে বলা হয়েছে, ওই ব্যক্তির নাম ভালেরজান রোমানোভস্কি। পোল্যান্ডের অধিবাসী তিনি। তবে রেকর্ড গড়েছেন লিথুয়ানিয়ার উইলেনস্কির উইলনো শহরে। সেখানকার সড়কে তাঁর জন্য ওই বড় আকারের স্বচ্ছ কাচের বাক্স স্থাপন করা হয়েছিল। এরপর বাক্সটি বরফে পূর্ণ করা হয়। সেই বরফে গলা অবধি ডুবিয়ে বসে ছিলেন রোমানোভস্কি। ওঠেন পাক্কা ৩ ঘণ্টা ২৮ সেকেন্ড পর।

সূত্র: ইন্টারনেট