ময়মনসিংহ

৩২ হাজার বার্গার খেয়ে বিশ্বরেকর্ড!!

  প্রতিনিধি ২৯ মে ২০২২ , ৮:৫৮:৫৪ প্রিন্ট সংস্করণ

বিশ্বে সবচেয়ে বেশি বার্গার খেয়ে বিশ্বরেকর্ড গড়েছেন আমেরিকার হুইসকনসেনের বাসিন্দা ডন গোর্স। তিনি এখন পর্যন্ত ৩২ হাজার ৩৪০টি বার্গার খেয়েছেন। ৫০ বছর ধরে প্রতিদিন বার্গার খাচ্ছেন ডন গোর্স।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে সম্প্রতি তথ্যটি নিশ্চিত করা হয়েছে। ডন গোর্সকে ১৯৭২ সালের মে মাসে প্রথমবার ম্যাকডোনাল্ডসের বিগ ম্যাক বার্গার খেয়েছিলেন। বার্গারটি খেয়ে তার এতটাই ভালো লেগে যায় যে, এরপর থেকে প্রতিদিনই বিগ ম্যাক বার্গার খাওয়া শুরু করেন তিনি। সেই থেকে ওই বিশেষ ধরনের বার্গার খাওয়া বন্ধ করেননি ডন গোর্সকে।

সবচেয়ে বেশি বিগ ম্যাক বার্গার খাওয়ার রেকর্ড ১৯৯৯ সালে প্রথম নিজের দখলে নিয়েছিলেন ডন গোর্স, সেসময় তার বার্গার খাওয়ার সংখ্যা ছিল ১৫,৪৯০টি।

সূত্র ইন্টারনেট