প্রতিনিধি ১৬ মে ২০২২ , ৫:৫৫:৪৬ প্রিন্ট সংস্করণ
দক্ষ মানবসম্পদ পাঠানোর মাধ্যমে জর্ডানের সঙ্গে উন্নয়ন অংশীদারত্ব বাড়াতে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
জর্ডান সফররত মন্ত্রী সেদেশের শ্রমমন্ত্রী নায়েফ ইস্তিতির সঙ্গে রোববার এক সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সাক্ষাৎকালে ইমরান আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার একটি অর্থনৈতিক উদীয়মান রাষ্ট্র। বাংলাদেশ নিজ দেশে যেমন বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে, একইভাবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি বিনিয়োগ সম্ভাবনাও খতিয়ে দেখছে।
এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশের রাষ্ট্রদূত মিসেস নাহিদা সোবহান, বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেনসহ বাংলাদেশ দূতাবাস ও জর্ডান শ্রম মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জর্ডানের পোশাক খাতে নারী শ্রমিকদের পাশাপাশি দক্ষ পুরুষ শ্রমিকদের অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা করেন ইমরান আহমদ।
বর্তমানে প্রায় ৭০ হাজার প্রবাসী বাংলাদেশি শ্রমিক বাংলাদেশ ও জর্ডানের অর্থনৈতিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছে। দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রম বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে জর্ডানও বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে পারে।