বিদেশ

দুই কোটি টাকায় বিক্রি হলো যে ভেড়া

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২২ , ৪:৩৬:৩১ প্রিন্ট সংস্করণ

দুই কোটি টাকায় বিক্রী হয়েছে এই ভেড়াটি

অস্ট্রেলিয়া ২ কোটি টাকা ব‌্যয় করে একটা ভেড়া কেনা হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বিক্রি হয়েছে এই ভেড়া। ভেড়াটি কিনেছে এলিট অস্ট্রেলিয়ান হোয়াইট সিন্ডিকেট এর চার সদস‌্য।

গত বছরে স্কটল্যান্ডে একটি ভেড়া বিক্রি হয়েছিল সাড়ে তিন কোটি টাকায়। সেটি টেক্সেল প্রজাতির ভেড়া ছিল। ভেড়াটির নাম ছিল ‘ডাবল ডায়মন্ড’। ২০২১ সালের সবচেয়ে দামি ভেড়ার খেতাব জিতেছিল এটি। এ বছর এখন পর্যন্ত গ্রাহাম গিলমোর ভেড়াটি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে।

তথ‌্যসূত্র: ইন্ডিয়া টাইমস