প্রতিনিধি ৫ অক্টোবর ২০২২ , ১০:০০:৪৪ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর প্রদেশের লাখনৌর জানকিপুরমে অবস্থিত দুর্গাপূজা প্যান্ডেলটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে লম্বা হিসেবে রেকর্ড হতে চলেছে বলে জানিয়েছেন আয়োজকরা।এই পূজা প্যান্ডেলটি ১৩৬ ফুট লম্বা।
পূজা কমিটির সাধারণ সম্পাদক রাকেশ পাণ্ডে বলেন, এই বিরাট প্যান্ডেল তৈরি করতে কলকাতা ও আসাম থেকে ৫২ জন শিল্পী এসেছিলেন। এটি তৈরি করতে সময় লেগেছে একমাস।এই দুর্গাপূজা প্যান্ডেল তৈরি করতে খরচ হয়েছে ৩২ লাখ টাকা। প্যান্ডেলটি দেখতে প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষের সমাগম হচ্ছে ৷
রাকেশ পাণ্ডে আরও বলেন, ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের টিম গোটা প্যান্ডেলটি পর্যালোচনা করে জানিয়েছে যে, এটি উচ্চতম দুর্গাপূজা প্যান্ডেল হিসেবে গিনেস বুকে নাম তালিকাভুক্ত করা হয়েছে। চার-পাঁচদিনের মধ্যেই মিলে যাবে সার্টিফিকেট।’
সূত্র: এএনআইয়