প্রতিনিধি ২৬ জুন ২০২২ , ১:৫৮:৩৬ প্রিন্ট সংস্করণ
নানা ভাবে আলোচনায় আসছে পদ্মা সেতু। ২৬ জুন রোববার ভোরে যখন পদ্মাসেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হলো, তখন সবাই ব্যস্ত সেলফি তুলতে। পকেটে স্মার্ট ফোন থাকলে ঐতিহাসিক এই দিনটির সাক্ষী হতে দোষ কি! টিকটকাররাই বা বসে থাকবে কেনো।এরই ধারাবাহিকতায় পদ্মাসেতুর রেলিংয়ের নাট খোলা হচ্ছে এমন একটি ভিডিও করে বায়েজিদ নামের এক যুবক।মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি।পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক করা সেই যুবকে শেষ পর্যন্ত আটক করেছে পুলিশ।
এর আগে কাইসার ৭১ (Kaisar71) নামক একটি টিকটক অ্যাকাউন্টের লোগো লাগানো ৩৬ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হলে তা নিয়ে শুরু হয় সমালোচনা। সেখানে দেখা যায়, বায়েজিদ নামের ওই যুবক পদ্মাসেতুর রেলিং থেকে হাত দিয়ে লোহার নাট খুলছেন এবং নাট খুলতে খুলতে তিনি বলছেন, ‘এই হলো পদ্মাসেতু আমাদের। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মাসেতু। নাট খুইল্লা…’
বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তাকে ধরতে অভিযান শুরু হয়। এরপরই তাকে আটক করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার—সিপিসি। এর আগে সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।
এই নির্দেশনা পেয়ে সিপিসি টিকটক করা সেই যুবকের অবস্থান শনাক্ত করে। পরে তাকে বেইলি রোড এলাকা থেকে আটক করা হয়। বর্তমানে আটক যুবক সিআইডি হেফাজতে আছেন। তার বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফ করে বিস্তারিত জানাবে সিআইডি।
পুলিশ সূত্রে জানা যায়, বায়েজিদ পদ্মাসেতুতে ওই টিকটক ভিডিও বানানোর পর তার নিজের টিকটক প্রোফাইলে পোস্ট করে। যখন এ নিয়ে সমালোচনা শুরু হয় তখন তিনি প্রোফাইল থেকে ভিডিওটি মুছে ফেলে। একই সঙ্গে নিজের ফেসবুক প্রোফাইল ডিএকটিভেট করে মোবাইল ফোন বন্ধ করে দেয়।
উল্লেখ্য, রবিবার (২৬ জুন) থেকে জনসাধারণের চলাচলের জন্য পদ্মাসেতু উন্মুক্ত করা হলেও, সেতুতে দাঁড়ানো বা ছবি তোলায় আগে থেকেই নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেতু কর্তৃপক্ষ। কিন্তু প্রথমদিন সে নিয়ম মানেননি বেশিরভাগ মানুষ।