ঢাকা

৪৭ কেজির বাঘাইড় বিক্রি হলো ৫৬ হাজার টাকায়

  প্রতিনিধি ২৪ জুন ২০২২ , ১১:৩৪:৩১ প্রিন্ট সংস্করণ

৪৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ বিক্রী হলো ৫৬ হাজার ৪০০ টাকায়। শুক্রবার (২৪ জুন) সকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিক্রি হয়েছে এই মাছটি।

আগের রাতে পদ্মা নদীর আরিচা পয়েন্ট থেকে স্থানীয় জেলেদের জালে মাছটি ধরা পড়ে।উপজেলার বাল্লা বাজারের মৎস্য ব্যবসায়ী পঁচা হালদার ও তাপস হালদার বিক্রির জন্য মাছটি ঝিটকা বাজারে নিয়ে আসেন।

উল্লেখ্য, পদ্মায় বোয়াল, কাতল, চিতল, বাঘাইড়সহ বড় বড় মাছ ধরা পড়ছে। মাছের প্রজননের জায়গা হলো হরিরামপুর। ফলে জেলেরা এখানে পদ্মা নদীতে জাল ফেললে অনেক সময় এমন বড় মাছ ধরতে পারেন।