প্রতিনিধি ১৮ জুন ২০২২ , ৫:৩৪:১৬ প্রিন্ট সংস্করণ
ব্রিটিশ শিশু বেলা জে ডার্ক মাত্র ৫ বছর বয়সে রেবর্ড গড়ে ফেলেছে, তা আসলেই অবিশ্বাস্য।
ইউপিআইয়ের খবরে বলা হয়েছে, এই শিশু ইতিমধ্যে নাম লিখিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। বই লিখে এই রেকর্ড করেছে বেলা।
বেলার বইটি যখন প্রকাশিত হয়, তখন তার বয়স ৫ বছর ২১১ দিন। তার লেখা বইটির নাম দ্য লস্ট ক্যাট।
এ বইটি লেখার জন্য বেলা সাহায্য নিয়েছে তার মা চেলসি সাইমের। বইটি প্রকাশ করেছে জিনজার ফায়ার প্রেস। সবচেয়ে কম বয়সী মেয়েশিশু হিসেবে বই লিখে গিনেস রেকর্ড এখন বেলার হাতে। আর সবচেয়ে কম বয়সী ছেলেশিশু ক্যাটাগরিতে এই রেকর্ড শ্রীলঙ্কার থানুওয়ানা সেরাসিংহের। ৪ বছর ৩৫৬ দিন বয়সে বই প্রকাশ হয়েছে তার। ২০১৭ সালে তার লেখা জাংক ফুড বইটি প্রকাশিত হয়।
সূত্র: ইন্টারনেট