প্রতিনিধি ৪ জুন ২০২২ , ৬:০৪:০৩ প্রিন্ট সংস্করণ
সন্তানের প্রতি মায়ের ভালোবাসা নিয়ে কোন প্রশ্ন নেই কারও। কিন্তু তারপরও কিছু ঘটনা, সবাইকে হতবাক করে। অনবরত কান্নাকাটি করায় চার মাস বয়সী কন্যা শিশু এবং দুই বছর বয়সী ছেলেকে হত্যা করেছে এক মা।এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের মহারাষ্ট্র প্রদেশের নান্দেদ জেলার একটি গ্রামে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সন্তানদের হত্যার পর তাদের মৃতদেহ গুলো নান্দেদ জেলার একটি গ্রামের মাঠে পুড়িয়ে দেন ঐ নারী।
স্থানীয় ভোকার থানার এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত মহিলার নাম ধুরপাদাবাই গণপত নিমলওয়াদ (৩১)। তার মা ও ভাইসহ তাকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। তার মা ও ভাই মৃতদেহগুলো পোড়াতে সাহায্য করেছিল।
কর্মকর্তা আরো বলেন, নান্দেদ জেলার ভোকার তালুকের পান্ডুরনা গ্রামে পরপর দুই দিন – ৩১ মে ও ১ জুন হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটে। অনবরত কান্নাকাটির জন্য ৩১ মে চার মাস বয়সী মেয়ে অনুসূয়াকে শ্বাসরোধ করে এবং ১ জুন খাবারের জন্য কান্নাকাটি করায় দুই বছরের ছেলে দত্তকে একইভাবে হত্যা করেন ধুরপাদাবাই নামের সেই নারী।
পুলিশ জানায়, অভিযুক্ত মহিলা বুধবার তার মা কোন্দাবাই রাজেমোদ এবং ভাই মাধব রাজেমোদের সাহায্যে স্থানীয় মাঠের একটি চিতায় তাদের মৃতদেহ পুড়িয়ে দেযন। তারা উভয়ই মুখেদ তালুক গ্রামের বাসিন্দা।
ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) প্রাসঙ্গিক ধারায় তিন অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
সূত্র: এনডিটিভি