প্রকৃতি

অস্ট্রেলিয়ায় বিশ্বের বৃহত্তম উদ্ভিদের সন্ধান

  প্রতিনিধি ২ জুন ২০২২ , ১০:০৮:০৩ প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের ম্যানহাটান শহরের চেয়ে তিন গুণ আকৃতির একটি উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা। এটি মূলত সি-গ্রাস বা সাগরের ঘাস। এটি রিবন উইড বা ফিতা ঘাস নামেও পরিচিত। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে বিশাল এই সি-গ্রাস রয়েছে।

গবেষকরা বৃহত্তম উদ্ভিদের বিষয়টি নিশ্চিত হতে সি-গ্রাসটির জিনগত পরীক্ষা করেছেন। তাঁদের দাবি, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে পানির নিচে যে বিশাল তৃণভূমি রয়েছে, তা আদতে একটি উদ্ভিদ। একটি একক বীজ থেকে সাড়ে চার হাজার বছর ধরে এই বিশাল তৃণভূমি তৈরি হয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, বিশাল এই সি-গ্রাস ২০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। তাঁরা অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে ৮০০ কিলোমিটার দূরের শার্ক বে এলাকায় আকস্মিকভাবে এই সি-গ্রাসের সন্ধান পান।

সূত্র: বিবিসি